অনলাইন ডেস্ক, ৪ অক্টোবর।। জম্মু কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদীদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে নিরাপত্তা বাহিনীর। রাজৌরির এই জঙ্গলে বুধবারও এই অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। সোমবার তিনজন সন্ত্রাসবাদীকে দেখার পর থেকেই নিরাপত্তা বাহিনী ওই জঙ্গলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। এখনও সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ মেলেনি। সোমবার মাঝরাত থেকে গোলাগুলি বন্ধ রয়েছে। মঙ্গলবার নিরাপত্তা বাহিনী গোপনে সন্ত্রাসবাদীদের খুঁজতে ড্রোনের পাশাপাশি বিমানও ব্যবহার করে। সন্ত্রাসবাদীদের খুঁজতে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে।
সোমবার বরোহের জঙ্গলে তিন জঙ্গিকে দেখা গিয়েছিল। তারপরেই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে। তারপরেই জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। এতে দুই প্যারা কমান্ডোসহ তিন সেনা আহত হয়েছিলেন। জঙ্গিরা জঙ্গলে লুকিয়ে ছিল, যাদের জন্য মঙ্গলবারও তল্লাশি অভিযান অব্যাহত ছিল। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, দু থেকে তিনজন জঙ্গিকে আটক করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তাদের পালানোর সম্ভাব্য সমস্ত পথ আটকাতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।