অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। রাজস্থানের জয়পুরে এক যুবককে খুনের ঘটনায় পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার গভীর রাতে রাজস্থানের জয়পুরের সুভাষ চক এলাকার গঙ্গাপোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন প্রচুর পুলিশ মোতায়েনের পাশাপাশি এসটিএফের একটি দলও মোতায়েন করেছে। উত্তেজিত জনতা ক্ষুব্ধ হয়ে খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে পারকোটা এলাকার বড়ী মোড় থেকে রামগঞ্জ মোড় পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
এলাকায় উত্তেজনাকে নিয়ন্ত্রণে আনতে শনিবার সকালে সুভাষ চক এলাকায় পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিসিপি, এডিসিপি ও অন্যান্য পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়। কিষাণপোলের বিধায়ক আমিন কাগজি এবং আদর্শ নগরের বিধায়ক রফিক খান এলাকায় শান্তি বজায় রাখতে ঘটনাস্থলে যান। প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতির দিকে নজর রাখছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। পুলিশের মহাপরিচালক (ডিজিপি) উমেশ মিশ্র অপরাধীদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।
পুলিশ জানায়, জয়পুরের রামগঞ্জের বাসিন্দা ১৮ বছর বয়সী ইকবালের একটি বাইকের ধাক্কায় মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ ইকবাল জয়সিংপুরা খোর থেকে বাইকে করে বাড়ি আসছিলেন। তখন গঙ্গাপোলের রাওয়াল জি কা বাগ এলাকায় এক যুবকের সঙ্গে ইকবালের বাইকের ধাক্কা লাগে। দুটি বাইকের সংঘর্ষের পর বাইক আরোহী দুই যুবকের মধ্যে গালিগালাজ হয়। তখন সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের সঙ্গে ইকবালের কথা কাটাকাটিও হয়।
ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লোকজন ইকবালকে মারধর শুরু করে। ইকবালকে লাঠি দিয়ে মারতে থাকে কিছু লোক। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইকবালকে আশঙ্কাজনক অবস্থায় এসএমএস হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করলে ইকবালের মৃত্যু হয়। ইকবালের মৃত্যুর খবর পাওয়ার পর শনিবার রাস্তায় উত্তেজিত জনতা জড়ো হয়। পরিস্থিতির অবনতি দেখে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।