অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। আজই শেষ হচ্ছে না ২০০০ টাকা নোট ব্যাংকে জমা দেওয়ার মেয়াদ । ২০০০ টাকা নোট ব্যাংকে জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হল আরও এক সপ্তাহ। মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তথা আরবিআই।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২০০০ টাকা নোট ব্যাংকে জমা করা যাবে বলে আগে জানিয়ে দিয়েছিল আরবিআই। গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাংকের তরফে এই মর্মে জারি করা হয়েছিল বিজ্ঞপ্তি।তবে আজই শেষ হচ্ছে দুই হাজার নোট জমা করার শেষ দিন। সেই টাকা জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হল আরও এক সপ্তাহ। মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গত মাসে আরবিআই জানিয়েছিল, ৯৩ শতাংশ ২০০০ টাকার নোট জমা পড়েছে ব্যাংকে। বাকি ৭ শতাংশ নোট জমা নোট জমা পড়েনি। এখনও বাজারে কয়েক হাজার কোটির নোট রয়ে গিয়েছে বাজারে।
তবে ৩০ সেপ্টেম্বরের পরও ২০০০ টাকার নোট ‘অবৈধ’ হচ্ছে না। ২,০০০ টাকা নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ল। আজ যে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, সেটা এক সপ্তাহ বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। অর্থাৎ যদি কারও কাছে আজকের পরও ২,০০০ টাকার নোট থাকে, তাহলেও তাঁকে চিন্তা করতে হবে না। সেই ২,০০০ টাকার নোট জমা দেওয়ার জন্য আরও এক সপ্তাহ বেশি সময় পাবেন। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে ২,০০০ টাকার নোট জমা দিতে হবে বা পালটে নিতে হবে।