ফ্রান্সে ক্রমবর্ধমান ছারপোকার ছড়িয়ে পড়ায় সৃষ্ট সংকটে দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনা

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। ফ্রান্সে ক্রমবর্ধমান ছারপোকার ছড়িয়ে পড়ায় সৃষ্ট সংকটে দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনা। আগামী বছর অলিম্পিক গেমস শুরু হওয়ার আগে রক্তচোষা ছারপোকা দমন করতে হবে নির্দেশ প্যারিস সিটি হলের। এদিকে দেশটির রেল ও বাস পরিচালনা কোম্পানিকে তলব করতে যাচ্ছেন পরিবহনমন্ত্রী যাতে যানবাহনের সিটে থাকা এসব পোকার বিস্তার ঠেকানো যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

প্যারিসের স্থানীয় পরিবহণ ব্যবস্থা (মেট্রো), দ্রুতগতির ট্রেন ও শার্ল দ্য গোল বিমানবন্দরে ছারপোকার উপস্থিতির ছবি ও ভিডিও প্রকাশের পর ফ্রান্সজুড়ে আতঙ্ক ও বিরক্তি ছড়িয়ে পড়েছে। প্যারিস মেট্রোতে ভ্রমণকারী কয়েকজন বলেছেন, সিটে বসলে ছারপোকার সংস্পর্শে আসার ভয় আছে, তাই আপাতত তারা দাঁড়িয়ে যাতায়াত করবেন। এর আগে প্যারিসের এক সিনেমাপ্রেমী প্রেক্ষাগৃহে ছারপোকার উপস্থিতির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন।

পরিবহণমন্ত্রী ক্লিমেন্ট বিউন বলেছেন, চলতি সপ্তাহে সরকারি পরিবহণ পরিচালনাকারী কোম্পানিগুলোকে তলব করে ছারপোকা মোকাবিলার পদক্ষেপ ও যাত্রীদের সুরক্ষায় আরও করণীয় সম্পর্কে তুলে ধরবেন। প্যারিস সিটি হলের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নকে লেখা এক চিঠিতে ছারপোকা নিধনের জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন।

প্যারিসের ডেপুটি মেয়র ইমানুয়েল গ্রেগরি ফ্রেঞ্চ টিভিকে বলেছেন, কেউ নিরাপদ নন। যেকোনও স্থান থেকে এগুলো আপনার সঙ্গে বাড়িতে চলে আসতে পারে। বাড়িতে বংশবৃদ্ধি করে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত এগুলো শনাক্ত করা যায় না।

ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ও স্যানিটারি কর্তৃপক্ষ আনসেস-এর এক প্রতিবেদন অনুসারে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ফ্রান্সের ১১ শতাংশ বাড়িতে ছারপোকার সংক্রমণ ছড়িয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?