আত্মঘাতী থেকে পাওয়া গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা

অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে দাপট দেখালেও গোল পাচ্ছিল না বার্সেলোনা। একের পর এক প্রচেষ্টা ব্যর্থ হচ্ছিল। শেষ পর্যন্ত ম্যাচে ৭৬তম মিনিটে আনন্দের উপলক্ষ পায় দলটা। সার্জিও রামোস নিজেদের জালেই বল ঠেলে দেন। আত্মঘাতী থেকে পাওয়া ওই গোলেই গতরাতে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রামোস সবশেষ গ্রীষ্মে তার শৈশবের ক্লাব সেভিয়ায় ফিরেছেন। সেভিয়ার যুব দলে বেড়ে উঠে মূল দলে খেলার পর ২০০৫ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান। লস ব্লাঙ্কোসদের হয়ে ২০২১ সাল পর্যন্ত খেলেন টানা। এরপর দুই বছর পিএসজিতে কাটিয়ে সেভিয়াতে ফিরেছেন।

এদিনের ম্যাচটি বার্সেলোনার বিপক্ষে রেকর্ড ৩৪তম লা লিগা ম্যাচ ছিল রামোসের। গোল করে ম্যাচটা স্মরণীয় করতে চেয়েছিলেন এই ডিফেন্ডার। কিন্তু গোল করেছেন ঠিকই, তবে সেটা নিজর দলের বিপক্ষেই!

বার্সেলোনা যেভাবে খেলেছে, তাতে এই জয় তাদের প্রাপ্যই ছিল। এই জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেসের দল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে জিরোনা আছে দুই নম্বরে। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তিন নম্বরে।

এদিনের ম্যাচটি অবশ্য মাঠের বাইরের ঘটনায় বেশ উত্তাপ ছড়িয়েছে। সেভিয়ার পরিচালকেরা বার্সার লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামের ডিরেক্টরস বক্সে বসেননি। বার্সার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার যে অভিযোগ, সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয় তারা। এনিয়ে বেশ উত্তপ্তই ছিল পরিস্থিতি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?