অনলাইন ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভারত মন্ডপমে দেশের উচ্চাকাঙ্ক্ষী ব্লকগুলির জন্য ‘সংকল্প সপ্তাহ’ নামে সপ্তাহব্যাপী একটি অনন্য অনুষ্ঠান চালু করেছেন। তিনি উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম পোর্টালও চালু করেছেন। এই উপলক্ষে তিনি একটি প্রদর্শনীর উদ্বোধনও করেন।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ভারতের সেরা ১০টি কর্মসূচির তালিকায় উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি স্বর্ণাক্ষরে খোদাই করা হবে। এই কর্মসূচি দেশের ১১২টি জেলার ২৫ কোটিরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছে। অনুষ্ঠানটির জন্য বিশ্বব্যাপী প্রশংসার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির সাফল্য উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচির ভিত্তি তৈরি করবে।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উচ্চাকাঙ্খী ব্লক প্রোগ্রামটি একটি বিশাল সাফল্য নিয়ে আসবে। এর কারণ হল এই প্রকল্পটি নজিরবিহীন, কিন্তু এরজন্য কাজ করা মানুষজনও অসাধারণ। অনুষ্ঠানে ৩ জন ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল স্তরে যারা কাজ করছেন তাদের মনোবল বহুগুণ বেড়েছে। সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব অংশ ও অঞ্চলের যত্ন নিতে হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত দফতরের সচিবদের রাজ্যের দ্রুত উন্নয়ন এবং পিছিয়ে পড়া জেলাগুলিকে সাহায্য করতে দুটি নতুন নির্দেশ দেন।