অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করে যাচ্ছে রাশিয়া। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা বলেন। খবর বার্তা সংস্থা তাসের।দিমিত্রি পেসকভ জানান, আমরা আফ্রিকা মহাদেশের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কোন্নয়ন অব্যাহত রেখেছি। প্রেসিডেন্ট পুতিন আজ দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করবেন। তিনি রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় রয়েছেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যে সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা স্থান পাবে আলোচনায়। উল্লেখ্য, প্রেসিডেন্ট পুতিন ও সালভা কিরের মধ্যে এটিই প্রথম বৈঠক।