অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। গাড়িতে এক কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগল দুই ঘণ্টারও বেশি। গতকাল বুধবার এমনই ভয়াবহ যানজটের সাক্ষী হলো ভারতের কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ছুটির পর স্কুল থেকে বের হওয়া শিক্ষার্থীরা ঘরে ফেরে রাত ৯টার পর।
পুলিশ জানায়, গতকাল বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই যানজট ছিল। ফলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাত ৯টা পর অফিস থেকে বেরোনোর পরামর্শ দেন। খবর আনন্দবাজার অনলাইনের। এদিন যানজটের জেরে আউটার রিং রোড, মরাঠাহল্লি, সারজাপুরা এবং সিল্কবোর্ডের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও স্থানীয় প্রশাসন বলছে, অতিরিক্ত গাড়ির রাস্তায় নেমে পড়ায় এই ভোগান্তি সইতে হয়েছে পথচারীদের।
সংশ্লিষ্টরা জানান, এদিন অফিসফেরত জনতা সড়কে নামতেই যানজট ভয়াবহ আকার ধারণ করে। শহরের মূল সড়কগুলোতে স্থির হয়ে থাকে গাড়ি। কেউ কেউ ফুটপাথে গাড়ি তুলে দেন। এতে অসুবিধায় পড়েন পথচারীরা। পুলিশ চেষ্টা করলেও রাতের আগে ট্র্যাফিক পরিষেবা স্বাভাবিক করা যায়নি।সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। কেউ গাড়ির লম্বা সারির ছবি ফেসবুকে পোস্ট করেন। আবার কেউ পোস্ট করেন যানজটের মধ্যেই সিঙ্গারা এবং চা বিক্রির ছবি। এক জন তো মন্তব্য করেন, তিন ঘণ্টায় দেড় কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম।