স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২৮ সেপ্টেম্বর।। রাজ্যে মাদকদ্রব্যের পাচার ও ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সম্পর্কে কোনও ধরনের আপোষ করবে না রাজ্য সরকার। রাজ্যের আরক্ষা বাহিনী এক্ষেত্রে ভালো কাজ করছে। কিন্তু শুধু পুলিশের দ্বারা মাদকের ব্যবহার ও পাচার বন্ধ করা সম্ভব হবে না। সকলকে মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায় বাগবাসা পুলিশ স্টেশনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, বাগবাসা পুলিশ ফাঁড়িকে বাগবাসা থানায় উন্নীত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলার দিক থেকে বিভিন্ন বিভাগে ত্রিপুরা দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। রাজ্যে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে। এবছরের নির্বাচনে আগেকার মতো সেই আতঙ্কের পরিবেশ ছিল না।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তর ত্রিপুরা জেলায় মহিলা সংক্রান্ত অপরাধ আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। রাজ্যের আরক্ষা দপ্তরকে শক্তিশালী করে তোলা হচ্ছে। রাজ্যে টিএসআর’র দুটি আইআর বাহিনী করা হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গঠনে এনডিপিএস মামলায় ২০২২ সালে প্রায় ৭৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ও ৫১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাগবাসা ফাঁড়ি থানায় উন্নীত হওয়ায় মাদক পাচার বন্ধ করার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক যাদবলাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস, ইনস্পেক্টর জেনারেল সৌমিত্র ধর, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গির, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি প্রমুখ।