অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি মিলেছে দানুষ্কা গুনাতিলকার। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন শ্রীলঙ্কার হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে ও ৪৬ টি-টোয়েন্টি খেলা এই লঙ্কান অলরাউন্ডার।
এক নারীর আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছিল তাকে। বৃহস্পতিবার অভিযোগ থেকে গুনাতিলকাকে অব্যাহতি দিয়ে রায় দেন সিডনির একটি আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নভেম্বর মাসে সিডনিতে এক নারীর সঙ্গে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে পরিচিত হন গুনাথিলাকা। পরে সেই নারীর বাড়িতে তারা অন্তরঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়েন।
তবে পরে গুনাতিলকার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সেই নারীর সঙ্গে সম্মতি ছাড়াই যৌন সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে চারটি অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। তবে চারটি অভিযোগের মধ্যে তিনটি গত মে মাসে নাকচ করে দেওয়া হয়। বাকি একটি অভিযোগে বিচারক সারাহ হাগেট গুনাতিলকাকে নির্দোষ বলে রায় দিয়েছেন। সিডনির নিউ সাউথ ওয়েলসের ডিস্ট্রিক্ট কোর্টের দেওয়া এক নথিতে জানা গেছে এমন।
আদালতের রায়ে এসব অভিযোগ থেকে মুক্তি পেলেও নিজের বোর্ডের মুখোমুখি হতেই হবে গুনাতিলকাকে। তাকে সব ধরনের ক্রিকেট থেকে শ্রীলঙ্কা ক্রিকেট নিষিদ্ধ করেছিল আগেই।
এএফপিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, গুনাতিলকার নিষেধাজ্ঞা বহাল আছে এখনো। দেশে ফেরার পর খেলোয়াড়দের কোড অব কন্ডাক্ট ভঙ্গের কারণে ডিসিপ্লিনারি অ্যাকশনের মুখোমুখি হতে পারেন তিনি।