অনলাইন ডেস্ক, ২৮ সেপ্টেম্বর।। অ্যাশটন অ্যাগারের চোটে কপাল খুলল মার্নাস লাবুশেনের। দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে বিশ্বকাপ দলে যুক্ত করল অস্ট্রেলিয়া। চোটের কারণে অনিশ্চিত ট্রাভিস হেডকেও স্কোয়াডে রেখেছে তারা।
বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া নিজেদের স্কোয়াড ঘোষণা করেছিল গত ৬ সেপ্টেম্বর। তবে আইসিসির অনুমোদন ছাড়া দলে সংযোজন-বিয়োজনের শেষ দিন ছিল আজ। সেই সুযোগেই স্কোয়াডে একটি পরিবর্তন এনেছে দলটি।
পায়ের চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ খেলতে পারবেন না অ্যাগার। ১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এই বাঁহাতি স্পিনার। এখনো একটি ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি তার। এবার স্বপ্ন পূরণের খুব কাছ থেকে ফিরতে হলো তাকে।
লাবুশেনের অন্তর্ভুক্তি অবশ্য অস্ট্রেলিয়ার ভক্ত-সমর্থক থেকে শুরু করে দেশটির টিম ম্যানেজমেন্টকেও স্বস্তি দেওয়ার কথা। স্টিভেন স্মিথের জায়গায় সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দলে এসে অসাধারণ নৈপুণ্য মেলে ধরেন তিনি। কিন্তু তাকে বিশ্বকাপ দলে নিতে গেলে আগের ঘোষিত দল থেকে একজনকে বাদ দিতে হতো। অ্যাগারের চোট অজি টিম ম্যানেজমেন্টের কাজটা সহজ করে দিয়েছে।
হেডকে দলে রাখা হলেও তাকে নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। টুর্নামেন্টে মাঝামাঝি পর্যায়ে এই বাঁহাতি ব্যাটসম্যান সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা সফরে চতুর্থ ওয়ানডে খেলা অবস্থায় হাত ভেঙে যায় এই ব্যাটসম্যানের।
এদিকে অ্যাগার ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া স্পিনারের অভাব বোধ করতে পারে। কারণ দলে এখন বিশেষজ্ঞ স্পিনার শুধুই অ্যাডাম জাম্পা। তার সাথে হয়তো গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ ও লাবুশেনকে হাত ঘোরাতে হবে।
আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগে ৩০ সেপ্টেম্বর নেদারল্যান্ডস ও ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।