স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৬ সেপ্টেম্বর।। নতুন জাতীয় শিক্ষা নীতি আগামী দিনে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে তুলবে। তাছাড়াও ছাত্রছাত্রীদের দক্ষতা বিকাশেও সহায়ক ভূমিকা নেবে। মঙ্গলবার লংতরাইভ্যালি মহকুমার ছৈলেটা ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে নতুন জাতীয় শিক্ষা নীতি চালু করেছে। নতুন জাতীয় শিক্ষা নীতি আমাদের রাজ্যেও কার্যকর হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার সম্প্রসারণ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। প্রান্তিক জনপদগুলিতেও গুণগত শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তুলতে সরকার অগ্রাধিকার দিয়েছে। রাজ্যের বিকাশে সরকার শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। শিক্ষা ক্ষেত্রের বিকাশে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যে ১২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যেই ১০০টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয় করা হয়েছে। আরও ২৫টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি বিদ্যালয় প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। ছৈলেটা ইংরেজী মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কেও বিদ্যাজ্যোতি বিদ্যালয় করা হয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ গুরুত্ব দিয়েছেন। অ্যাক্ট ইস্ট পলিসিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে জনজাতি অধ্যুষিত এলাকাগুলির পরিকাঠামো উন্নয়ন ও জনসাধারণের আর্থসামাজিক মান উন্নয়নে গতি এসেছে। ধলাই জেলাকে আসপিরেশন্যাল জেলা হিসেবে উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক শম্ভুলাল চাকমা এবং ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল। উপস্থিত ছিলেন আমবাসা বিএসি’র চেয়ারম্যান পরিমল দেববর্মা, পুলিশ সুপার অভিনাশ রাই, সমাজসেবী জ্যোতিলাল সরকার প্রমুখ।