নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর।। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী জোটকে নারী বিরোধী বলে অভিহিত করে বলেন, অহংকারী জোট অনিচ্ছায় সংসদে মহিলা বিলকে সমর্থন করেছে।পন্ডিত দীনদয়ালের জন্মবার্ষিকীতে মধ্যপ্রদেশের ভোপালে বিজেপি কর্মীদের মহাকুম্ভে ভাষণ দেন প্রধানমন্ত্রী। ভাষণে তিনি বলেন, আজ আমাদের অনুপ্রেরণা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন। পণ্ডিতজী সুশাসনকে অন্ত্যোদয়ের সঙ্গে যুক্ত করেছিলেন। অন্ত্যোদয়ের এই অনুপ্রেরণা আমাদের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের আকারে অনুপ্রাণিত করে। গত ৯ বছরে আমরা যে পরিকল্পনাগুলি করেছি তার মূলে ছিল এই অনুভূতি।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরলে তাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যখন মোদী গ্যারান্টি দেয়, তখন বিজেপি গ্যারান্টি দেয়। প্রতিটি সুবিধাভোগীর কাছে মোদী পৌঁছোয়। মোদী মানে প্রতিটি গ্যারান্টি পূরণের গ্যারান্টি। সংসদ ও রাজ্যসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের নতুন আইনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীশক্তি বন্দন আইন দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, অহংকারী জোট অনিচ্ছায় নারী সংরক্ষণ বিলকে সমর্থন করেছে। দেশের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি হতে বাধা দেওয়ার জন্যেও এই একই ব্যক্তিরা সর্বাত্মক চেষ্টা করেছিলেন বলেও প্রধানমন্ত্রী মহাকুম্ভের ভাষণে সোমবার এই মন্তব্য করেন। এরা সেই একই লোক যারা দেশের সেনাবাহিনীর সামনের সারিতে মেয়েদের প্রবেশ বন্ধ করে দিয়েছিল।মোদী আরও বলেন, আমাদের প্রচেষ্টা ছিল বোনদের সমৃদ্ধির পথ খোলা এবং কন্যাদের তাদের নিজের পায়ে দাঁড়াতে সক্ষম করা। তাই আমি দেশের প্রতিটি মা ও কন্যাকে বলব কেউ যতই চেষ্টা করুক না কেন, আপনি বিভ্রান্ত হবেন না।