স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৩ সেপ্টেম্বর।। সচিবের কাছ উত্তর না পেয়ে পঞ্চায়েতে তালা দিলেন এলাকাবাসী। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। নয় দফা দাবিতে পঞ্চায়েত সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে সচিবের কাছ থেকে কোনো ধরনের সদুত্তর না পাওয়ায় ক্ষুব্ধ ডেপুটেশন প্রদানকারী গ্রামবাসীরা পঞ্চায়েত সচিব সহ পঞ্চায়েতের চারজন সরকারি কর্মচারীকে পঞ্চায়েত অফিসের ভিতরে রেখে তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন করছে। ঘটনাস্থলে ইরানি থানার পুলিশ এবং টি.এস.আর বাহিনী মোতায়েন করা হয়।এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি শাসক বিজেপি দল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কোনো রাজনৈতিক দলেরই ম্যাজিক ফিগার না থাকায় দীর্ঘদিন ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি পঞ্চায়েত সচিবের অধীনেই ছিল। বিগত দুই মাস পূর্বে কংগ্রেস দলের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য বিজেপি দলে সামিল হওয়ায় দুই মাস ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দল পরিচালনা করছে এবং বিজেপি দলের পক্ষ থেকে সিরাজ মিঞা প্রধান হিসেবে পঞ্চায়েত পরিচালনা করছে।
শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সি.পি.আই.এম দুই পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী ও মুজিব আলী এবং কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে নয় দফা দাবিতে মিছিল করে পঞ্চায়েত অফিসে এসে পঞ্চায়েত সচিব নানু মিঞার সাথে ডেপুটেশনে মিলিত হয়। অফিসের ভিতরে পঞ্চায়েত সচিব সহ অন্যান্যদের ভিতরে রেখে অফিস তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শনের সময় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী জানান যে, মুলত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে চারজন পঞ্চায়েত সদস্যের নির্বাচিত পঞ্চায়েত প্রধানের অবৈধ রেজুলেশন করা বন্ধ করতে হবে। বিডিও-এর মাধ্যমে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে খুব দ্রুত রেগার কাজ চালু করতে হবে।
শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এনেক্সার-সি লিস্টের বি.পি.এক কার্ডধারী বেনিফিসারীদের ঘর প্রদান করতে হবে। শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে যাদের রেশন কার্ড রয়েছে অথচ ঘরের তালিকায় নাম নেই তাদের আওতায় আনতদ হবে। গত বছরের ত্রিশ মে পঞ্চায়েতের তেরো জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে ২৫লক্ষ টাকার রেজুলেশন করে ওয়ার্ক অর্ডার করা হয়েছিল, অতিদ্রুত তার কাজ সম্পুর্ন করতে হবে। নয় দফা দাবিগুলো পঞ্চায়েত সচিব নানু মিঞার কাছে তোলে ধরা হলে নানু মিঞা ডেপুটেশনকারীদের কোনো ধরনের উত্তর দিতে না পারায় ডেপুটেশনকারীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত সচিব নানু মিঞা সহ পঞ্চায়েতের দুইজন জি.আর.এস এবং একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ মোট চারজনকে অফিসের ভিতরে রেখে অফিস তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।
ডেপুটেশন এবং অফিস তালাবন্দির ব্যাপারে জিজ্ঞেস করলে পঞ্চায়েত সচিব নানু মিঞা জানান যে, ডেপুটেশনের নাম করে হঠাৎ করে অফিসে মানুষ জন এনে অফিসের ভিতরে ঢুকে গালিগালাজ করে অফিসের ভিতরে রেখে দিয়ে অফিস তালাবন্দি করে দেয়। অফিসে তালাবন্দির ঘটনা গৌরনগর ব্লকের বিডিও সহ দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে বলে পঞ্চায়েত সচিব নানু মিঞা জানান।