স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ সেপ্টেম্বর।। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় অনুপ্রবেশ করার সময় বিএসএফের হাতে আটক তিন কিশোরী। ঘটনা সিপাহীজলা জেলার মধুপুর থানার অধীন কোনাবনের হরিহরদোলা সীমান্তে। বিএসএফের তরফ থেকে ওই তিন কিশোরীকে মধুপুর থানার পুলিশের হেপাজতে দেয়া হয়েছে।
মধুপুর থানার পুলিশ জানিয়েছে, হরিহরদোলা সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে ওই তিন কিশোরী। বিএসএফ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ধৃত তিন কিশোরীর বয়স একজনের চৌদ্দ এবং দুইজনের বার বছর। পুলিশ প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ওই তিন কিশোরী ১৭ সেপ্টেম্বর আরও একবার কলমচৌড়া সীমান্ত দিয়ে এপাড়ে এসেছিল। তখন তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল। ওই তিন কিশোরী পুনরায় সীমান্ত অতিক্রম করেছে। তবে এবার মধুপুরের হরিহরদোলা সীমান্ত দিয়ে।
পুলিশকে ওই কিন কিশোরী জানিয়েছে বাংলাদেশে এক দালালের মাধ্যমে তারা পৃথক পৃথক রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছে এবং ত্রিপুরা সীমান্ত অতিক্রম করিয়ে দেওয়ার চুক্তি হয়েছিল। সেই দালালের সাথে এরাজ্যের তথা মধুপুর এলাকার তিন দালালোর যোগাযোগ রয়েছে। বিএসএফের তরফ থেকে ওই তিন দালালের নামধাম জানানো হয়েছে পুলিশকে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নামধাম জানয়নি। ধৃত তিন কিশোরী জানিয়েছে তাদেরকে দিল্লীতে পাঠানোর পরিকল্পনা ছিল। তারাও দিল্লীতে যাবে বলেই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। পুলিশ নির্দিষ্ট ধারায় একটি মামলা নিয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।