৩৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে পলাতক পঞ্চায়েত সচিব গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৩ সেপ্টেম্বর।। কাজ না করিয়ে সরকারি বরাদ্দের প্রায় ৩৭ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগের এক বছর পর পুলিশ গ্রেফতার করে সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিবকে। ঘটনা কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে। ধৃত পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে ইরানি থানার পুলিশ শনিবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করে।

এই ঘটনা সম্পর্কে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান, ২০২২ সালের ২৯ অক্টোবর কৈলাসহরের গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী ইরানি থানায় লিখিত অভিযোগ করে জানান যে, গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের তৎকালীন পঞ্চায়েত সচিব ইয়ামির আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ২০১৬-১৭ এবং ২০১৯-২০ এই অর্থ বছরে কুড়িটি টিউব ওয়েল এবং তেরোটি বাঁশের পেলাসেটিং-এর কাজ না করে ৩৬লক্ষ ৮৫ হাজার টাকা পঞ্চায়েত সচিব ইয়ামির আলী আত্মসাৎ করে নেয়। যা পরবর্তী সময়ে দপ্তরের অডিটে ধরা পড়ে এবং বিডিও পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে চাকুরী থেকে বরখাস্তও করেন।

পরবর্তী সময়ে গত বছরের ২৯ অক্টোবর গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী ইরানি থানায় লিখিত মামলা করার পর থেকে পঞ্চায়েত সচিব ইয়ামির আলী পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। প্রায় এক বছর পর পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে কৈলাসহর থানার অন্তর্ভুক্ত পোল্ট্রি বাজার থেকে গ্রেফতার করে ইরানি থানায় নিয়ে গিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। শনিবার দুপুর দুইটায় ইরানী থানার পুলিশ পঞ্চায়েত সচিব ইয়ামির আলীকে কৈলাসহরের আদালতে প্রেরণ করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?