ফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। দলের ডেমেজ কন্ট্রোলে নামল ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা। হারানো জমি ফিরে পেতে ও দলীয় ঐক্য ধরে রাখতে আবারো আন্দোলন কর্মসূচির পথে হাঁটতে চলেছে তিপ্রা মথা। খুব শীঘ্রই ত্রিপুরায় একদিনের বনধ পালন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানালেন দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। মূলত কেন্দ্রীয় সরকারের উপর চাপের রাজনীতি অক্ষুন্ন রাখতে রাজ্যের জনজাতিদের উন্নয়নের লক্ষ্যে এই আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে ঘোষণা দিলেন তিনি।
শুক্রবার এই লক্ষ্যে দলীয় কার্যকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীদিনে রাজ্যে একদিনের বনধ পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যব্যাপি এই বনধে সমগ্র জনজাতিরা যাতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হন সেই আহ্বান রাখেন তিনি। বিশেষ করে যারা তিপ্রা মথা দলে নেই রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নে তারাও যাতে এই আন্দোলন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন তার ওপর গুরুত্ব আরোপ করেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।
তবে এই আন্দোলন কর্মসূচি রাজ্যের জনজাতিদের জন্য হলেও অন্য কোন জাতির বিরুদ্ধে নয় বলে স্পষ্ট অভিমত তার। কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের জনজতিদের জন্য যথেষ্ট আন্তরিক হলেও রাজ্যের সব অংশের জনজাতিরা এক সুরে কথা বললেই দিল্লির উপর চাপ বাড়বে, যা দাবি পূরণের জন্য খুবই জরুরী বলে তিনি মন্তব্য করেন।
রাজ্যের বিজেপি নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, মুখে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কথা বলা হলেও রাজ্যের জনজাতিদের উন্নয়ন ছাড়া বাস্তবে কখনোই শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে না। তাই দাবি পূরণে সরাসরি দিল্লির উপর চাপ বাড়াতে চাইছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে এই বনধ কর্মসূচি কখন কবে অনুষ্ঠিত হবে তা পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলন এর মধ্যে দিয়ে ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানান।