স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। ফের আগরতলাগামী রেল থেকে দুটি পিস্তল ও দুটি ম্যাগজিন সহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা ধর্মনগর স্টেশনে। ওই যাত্রীর নাম বিচিক চাকমা। বাড়ি গোমতী জেলার করবুক থানার অধীন মুখছড়িতে। ওই যুবকে শিলচর থেকে ট্রেনে উঠেছিল আগরতলা আসার লক্ষ্যে। ধর্মনগর জিআরপি থানার পুলিশ ধৃত যুবককে জোরদার জেরা করছে।
ধর্মনগর জিআরপি থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৭টা ২৮ মিনিটে আগরতলাগামী ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌঁছে। এই ট্রেনের কয়েকজন যাত্রীকে পুলিশের সন্দেহ হয়। তাদের ব্যাগ তল্লাসী চালানো হয়। এর মধ্যে বিচিক চাকমা নামে এক যাত্রীর ব্যাগ থেকে দুটি পিস্তল ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। যদিও কোন কার্তুজ পাওয়া যায়নি। সাথে সাথেই পুলিশ তাকে নিজেদের হেপাজতে নিয়ে নেয়। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও জিরানীয়া স্টেশনে এক যুবককে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দুটি পিস্তল ম্যাগজিন সহ আটক করেছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কর্মীরা। পরে দিপঙ্কর সেন নামের ওই যুবককে আগরতলা জিআরপি স্টেশনের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দিপঙ্কর সেনকে জিজ্ঞাসাবাদ করে বিশ্বজিৎ রক্ষিত নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, আরও এক যুবককে পিস্তল সহ ধর্মনগর স্টেশনে গ্রেপ্তার করার ঘটনায় স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছে রাজ্যে আন্তর্জাতিক স্তরের একটি আগ্নেয়াস্ত্র চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে এসেছে এই পিস্তলগুলি বাংলাদেশে চোরাচালানের জন্যই নিয়ে আসা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে পূর্বে ধৃত দুই যুবকের সাথে বৃহস্পতিবার ধৃত বিচিক চাকমার কোন যোগসূত্র রয়েছে কি না।