স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চা। বুধবার সাংবাদিক সম্মেলনে করে মহিলা মোর্চার নেত্রীরা দাবি করেছেন স্বাধীনতার পর বহু প্রধানমন্ত্রী দেখেছেন কিন্তু, নরেন্দ্র মোদির মত প্রধানমন্ত্রী দেখেননি। যিনি মহিলাদের অধিকার নিশ্চিত করতে আন্তরিক।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী তথা বর্তমান বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের বহু গুরুত্বপূর্ণ মন্ত্রক মহিলারা সামলাচ্ছেন। বর্তমানে ১১জন মহিলা মন্ত্রী কেন্দ্রীয় কেবিনেটে রয়েছে। তাতে প্রমাণ হল অল্প সময়ের পরিসরে প্রধানমন্ত্রী যা দিয়েছেন তা তুলে ধরা অসম্ভব। আবাসন যোজনা, উজ্জ্বলা যোজনার মতো বহু যোজনা রয়েছে যেগুলি নারীদের নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছে। জনধন যোজনা দিয়ে মহিলাদের অংশগ্রহণকে নিশ্চিত করেছে। যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন গতকাল সংসদে। সেটি হল মহিলাদের রাজনৈতিকভাবে অধিকার সুনিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের কথা উল্লেখ করেছেন।
উল্লেখ্য, বিরোধীদের হট্টগোলের মধ্যেই সংসদের নতুন ভবনের লোকসভায় মঙ্গলবার পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সংসদের নতুন ভবনে বিশেষ অধিবেশনে পেশ করা এই বিলের নাম দেওয়া হল ‘নারী শক্তি বন্দন’।মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, মহিলা সংরক্ষণ বিল আগেও পেশ করা হয়েছে। কিন্তু পাশ করানো হয়নি। ভগবান হয়তো এটা করার (মহিলা সংরক্ষণ বিল) জন্য আমায় বেছে নিয়েছেন। মা-বোনেদের আশ্বস্ত করছি। এই বিলকে আইনে পরিণত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।