স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। বিএ.ড উত্তীর্ণ হওয়ার তিন মাস অতিক্রান্ত হতে চললেও তপশিলী জাতি ভুক্ত ছাত্র ছাত্রীদের মিলছে না স্কলারশিপের টাকা। তাই ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বুধবার গোর্খাবস্তিস্থিত তপশীলী জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে।জানা গিয়েছে, চার সদস্যক প্রতিনিধি তপশীলী জাতি কল্যাণ দপ্তরের
অধিকর্তা অসীম সাহার সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবীগুলি অবগত করেন। অধিকর্তা তাদের আশ্বাস দেন অক্টোবর মাসের ১০ তারিখের মধ্যে তাদের বকেয়া স্কলারশিপের টাকা প্রদান করা হবে। অবিলম্বে সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানান তপশিলী জাতি ভুক্ত ছাত্র ছাত্রীরা। তবে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে প্রতিবছর এভাবে অভিযোগ তুলছে দপ্তরে অধীনে কোর্স করা ছাত্রছাত্রীরা।
ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের তরফে কেন তালবাহানা করা হয়, এনিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ লক্ষ করা যাচ্ছে। তপশিলি উপজাতি অংশের ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও একই অবস্থা লক্ষ করা যায়। এই বিষয়টির স্থায়ী সমাধান প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকরা।