স্টাফ রিপোর্টার, ধর্মনগর, ২০ সেপ্টেম্বর।। চিকিৎসা ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা প্রদানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে উত্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর ঘেরাও করল গ্রামবাসীরা।বুধবার সকালে ধর্মনগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তর ঘেরাও করল রাগনা, সাকাইবাড়ি, ভাগ্যপুরসহ আশপাশের একাধিক গ্রামের লোকজন। এদিন সকাল থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে গ্রামবাসীরা ঘেরাও করে তাদের দাবি জানাতে থাকে।
গ্রামবাসীদের অভিযোগ জাতীয় স্বাস্থ্য মিশন থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও মানুষের কোন কাজে লাগছে না। সেই টাকা সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না। মানুষের স্বার্থে ব্যয় হচ্ছে না সরকারি অর্থ। দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসীরা ঘেরাও করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কার্যালয়। গ্রামবাসীর দাবি সরকারকে বদনাম করার জন্য মানুষকে সঠিক পরিষেবা থেকে বঞ্চিত করে সরকারের উপর মানুষের আস্থা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। স্থানীয় বাসিন্দারা এইসব অভিযোগের কৈফিয়ত তলব করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে।
এদিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অরুণাভ চক্রবর্তী বলেন, সরকারের নির্দেশ মতো তিনি কাজ করে চলেছেন। জাতীয় স্বাস্থ্য মিশন কিংবা অন্য কোন প্রকল্পের জন্য প্রদান করা অর্থ জনগণের স্বার্থেই ব্যয় করা হচ্ছে। দুর্নীতির কোন প্রশ্নই ওঠে না। যারা ওনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ ঘেরাও করল তারা কারোর প্ররোচনায় এই কাজ সংগঠিত করেছে।