স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের তরফে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বুধবার পুর নিগমের কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে। এই বৈঠকে পুজোর দিনগুলিতে আগরতলা শহর তথা পুর নিগম এলাকায় যাতে দর্শনার্থীদের কোন ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় সেজন্য বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের সংস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে দশমীঘাটগুলিকে সংস্কারের সিদ্ধান্তও হয়েছে।
এদিন পুর নিগমের মেয়র ও কমিশনারের উপস্থিতিতে কাউন্সিল মিটিং হয়েছে। এই মিটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন মেয়র দীপক মজুমদার। শারদোৎসবের দিনগুলিতে পূজো দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যায় দর্শনার্থী রাজধানী আগরতলা শহরে আসেন। পূজো দেখতে আসা দর্শনার্থীদের যাতে কোন ধরনের অসুবিধার মুখোমুখি হতে না হয় সেদিকে গুরুত্ব দিচ্ছে পুর নিগম। বিগত বছরগুলিতে পুর নিগমের তরফ থেকে যেসমস্ত ব্যাবস্থা নেয়া হয়েছিল, এবছরও তাই করা হবে। প্রত্যেকটি ক্লাবকে এবং পূজো উদ্যোক্তাদের প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে কিছু বিধিনিষেদ এবারও আরোপ করা হবে।
শারদোৎসব উপলক্ষে পুর নিগমের প্রতিটি ওয়ার্ডে রাস্তাঘাট সংস্কার করা হবে। সংস্কারের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবারের পুর বাজেটে। তাছাড়া বর্জ আবর্জনা ইত্যাদি নিয়মিত পরিস্কার করা হচ্ছে এখন থেকেই। তা নিয়মিত চলবে। এদিকে, আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেস যাদব, মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য কর্পোরেটরা কাউন্সিলের মিটিং শেষে আগরতলায় হাওড়া নদীতে দশমীঘাট পরিদর্শন করেছেন। সেখানে কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। সে কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এই দশমীঘাটেই আগরতলা শহরের বিগ বাজেটের পূজো উদ্যোক্তার প্রতিমা নিরঞ্জন করে। সবমিলিয়ে শারদোৎসবকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের তরফে চলছে জোর তৎপরতা।