স্টাফ রিপোর্টার, আমবাসা, ১৪ সেপ্টেম্বর।। আমবাসা থানার পুলিশের হাতে ড্রাগস সহ আটক তিন যুবক। আমবাসা থানার পুলিশ দিনভর বিভিন্ন জায়গায় নেশা বিরোধী অভিযানে নামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বিভিন্ন জায়গায় অভিযান। অভিযান কালে আমবাসা থানার পুলিশের হাতে ২৮ গ্রাম ব্রাউন সুগার সহ ধরা পড়ে তিনজন।
আমবাসা মহাকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান, নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে একটি স্পেশাল নেশা বিরোধী অভিযানে নেমে আমবাসা থানার পুলিশ বিভিন্ন জায়গা তল্লাশি চালিয়ে ২৮ গ্রাম ব্রাউন সুগার সহ তিনজনকে আটক করে। এই তিনজন হল সঞ্জয় পাল, বয়স ৩০, বাড়ি আমবাসা কলোনি, দিবাকর দাস, বয়স ২৮, বাড়ি কচু ছড়া, তীর্থ মনি দেববর্মা, বাড়ি হৃদয় বস্তি।
মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান উদ্ধারকৃত ড্রাগসের বাজার মূল্য প্রায় ১১ লক্ষ ২০ হাজার টাকা। প্রথমে সঞ্জয় পাল নামে ড্রাগস বিক্রেতাকে গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় আটক করা হয় এবং তার কাছে দুটি ব্রাউন সুগারের কৌটা পুলিশ পায়। পরবর্তী সময়ে তার মাধ্যমে তার বাড়ি থেকে এবং আটক আরো দুইজনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ।
আগামী দিনও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। তবে পুলিশের এ ধরনের অভিযানে ড্রাগস বিক্রেতা এবং ব্যবহারকারীদের পুলিশ আটক করতে পারলেও এই ড্রাগস তথা নেশা কারবার এর সাথে জড়িত মূল পাণ্ডাদের ধরতে পারছে না পুলিশ। সাধারণ জনগণ ও শুভবুদ্ধি সম্পন্ন লোকজন চাইছে নেশা কারবারের সাথে জড়িত মূল পাণ্ডাদের অতিসত্বর পুলিশ তাদের জালে আটক করুক।