স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ১৪ সেপ্টেম্বর।। বিজেপির বিজয় মিছিলে যোগ দেয়ায় শ্বশুর এবং দুই শ্যালাকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোনামুড়ায়। আহত ব্যক্তির নাম বাহার মিয়া। বর্তমানে তিনি আগরতলায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া মহকুমার বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে সম্প্রতি উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই উপনির্বাচনে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হন। তাই বিজেপির তরফ থেকে সোনামুড়া হকুমার বিভিন্ন এলাকায় করা হয় বিজয় মিছিল। এই বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন বাহার মিয়া। যদিও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বিজয় মিছিলে না যেতে বলেছিলেন। কিন্তু, সে তাদের কথা না শুনে বিজয় মিছিলে যোগ দেন বুধবার দুপুরে। বিজয় মিছিল শেষে বাড়িতে ফিরে আসেন। তার শ্বশুরবাড়ির কাঝে বাড়ি। বুধবার গভীর রাতে শ্বশুর হারান মিয়া এবং দুই শ্যালক সিরাজ মিয়া ও বিল্লাল মিয়া ধারালো অস্ত্র নিয়ে বাহার মিয়ার বাড়িতে যায়।
সেখানে গিয়ে বাহার মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। বাহার মিয়া কোনও রকমে চিকিৎকার চেচামেচি করে ঘর থেকে বেরিয়ে পড়েন। আশাপাশের লোকজন চিৎকার শুনে ছুটে গিয়ে বাহার মিয়াকে উদ্ধার করে। খবর পেয়ে পৌঁছে পুলিশ। রক্তাক্ত বাহার মিয়াকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন বাহার মিয়া জানান, হামলাকারী তার নিকটাত্মীয়রা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। তারা তার উপর কিরিচ ও বন্দুক নিয়ে আক্রমণ করেছে।