স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে নার্সিং অফিসার পদে নিয়োগের ইন্টারভিউ নিয়ে ধুন্ধুমার কান্ড ঘটে গেল বৃহস্পতিবার। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এদিন আগরতায় আইজিএম হাসপাতাল চত্বরে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে ছিল ইন্টারভিউ। প্রায় চারশ চাকরি প্রত্যাশী যুবক যুবতী ইন্টারভিউ দিতে গিয়ে চরম হয়রানির শিকার হয়েছেন। ইন্টারভিউর ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
ইন্টারভিউ দিতে আসা কয়েকজন যুবক যুবতীর সাথে কথা বলে জানা গিয়েছে, জানুয়ারী মাসে লিখিত পরীক্ষা হয়েছিল। যারা সফল হয়েছে লিখিত পরীক্ষায় তাদেরকেই ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার হচ্ছে এই ইন্টারভিউ। প্রথম দিন বৃহস্পতিবার প্রায় চারশ চাকরি প্রত্যাশী ইন্টারভিউ দিতে এখানে আসেন। সকাল আটটা থেকেই চাকরি প্রত্যাশীরা সেখা উপস্থিত হন। কিন্তু, দেখা গিয়েছে সেখানে ইন্টারভিউ নেয়ার জন্য যে ব্যবস্থাপনা করা হয়েছে তা সঠিক ছিল না।
একসাথে এত সংখ্যক চাকরি প্রত্যাশীকে তলব করার ফলে ভীড় বেড়ে যায়। সামাল দেয়ার মত পরিস্থিতি ছিল না। অত্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কোনও রকমে নামকাওয়াস্তে ইন্টারভিউ নেয়া হয়েছে বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশী অনেক যুবক যুবতীই। এখন দেখার আগামীকাল তথা শুক্রবার ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করতে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন।