স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে বাংলাদেশের তরফ থেকে বৃহস্পতিবার ট্রায়াল রান করা হয়েছে মালবাহী ট্রেনের। বাংলাদেশের আখাউড়া থেকে আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত রেল লাইনের কাজ প্রায় শেষ। পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালু করার জোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে শুক্রবার বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে করা হয়েছে ট্রায়াল রান।
এদিন বাংলাদেশের গঙ্গাসাগর থেকে পণ্যবাহী চারটি বগি নিয়ে মিটার গেজের ইঞ্জিন আগরতলার নিশ্চিন্তপুর স্টেশনের জিরো পয়েন্ট পর্যন্ত আসে। এদিনের এই ট্রায়াল রান বাংলাদেশের রেল পরিষেবার আরও একটি ধাপ এগিয়েছে বলে মনে করা হচ্ছে। রেলওয়ের এক আধিকারীক জানিয়েছেন, ২০১৮ সালে আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক দুই দেশের অভ্যন্তরে রেলওয়ের তরফে কাজ শুরু হয়েছে। প্রায় পাঁচ বছর পর রেলের ট্রায়াল রান দেয়া হয়েছে। এদিন ট্রায়াল রান সফল হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ রেলওয়ের ওই আধিকারিক। তিনি আশাবাদি এই রেল পরিষেবা চালু হয়ে গেলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতের তথা আগরতলার দিকে রেলের ট্রায়াল রান করেছে ভারতীয় রেল। তা সফল হয়েছিল। তারপর থেকেই শুরু হয়েছে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা নিয়ে দিনক্ষণ চূড়ান্ত করার প্রক্রিয়া। যদিও কথা ছিল এমাসেই আনুষ্ঠানিক সূচনার। কিন্তু, জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য তা স্থগিত রাখা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আগরতলা-আখাউড়া রেল পরিষেবা চালু হয়ে যাবে। এই রেল পরিষেবা চালু হলে দুই দেশের মধ্যে আমদানী রপ্তানি বাণিজ্য যেমন বাড়বে তেমনি দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল।