স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। শারদোৎসবের আর মাত্র ৩৫ দিন বাকি। প্রতি বছরই আগরতলা শহরে বাড়ছে পূজোর সংখ্যা । ফলে পুজো শেষে প্রতিমা ভাসানে বিভিন্ন ঘাট গুলিতে বাড়ছে চাপ। ইতিমধ্যেই আগরতলা পুর নিগম ও স্মার্ট সিটি প্রজেক্টের মাধ্যমে দশমী ঘাট ভাসান স্থল আধুনিকীকরণ করার কাজ চলছে দ্রুত গতিতে। এবছর পুজোর আগে সমাপ্ত হবে যার কাজ। পাশাপাশি বিভিন্ন শহরতলিতে প্রতিমা ভাসানের ঘাট গুলি উন্নয়নেও নজর দিয়েছে পুর নিগম।
বুধবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বাধারঘাট এলাকার বিধায়িকা মিনারানী সরকার, কর্পোরেটর বাপি দাস, কর্পোরেটর অঞ্জনা দাস গজারিয়া এলাকায় হাওড়া নদীতে ভাসানস্থল ঘুরে দেখেন। সেখানে শহর দক্ষিণাঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০টি প্রতিমা প্রতি বছর দশমীতে নিরঞ্জন করা হয়। ফলে জায়গাটির উন্নয়নের প্রয়োজন রয়েছে। সে কারণে আজ মেয়র জায়গাটি পরিদর্শন করেন এবং প্রতিমা ভাসানে যেন কোন প্রকার অসুবিধায় পড়তে না হয় সেই ব্যবস্থা করার আদেশ দেন তিনি। প্রয়োজনে ভাসানস্থলে সংস্কার কাজের উদ্যোগ নেয়া হবে নলে জানাম মেয়র দীপক মজুমদার।