রিপোর্টার, কাঞ্চনপুর, ১৩ সেপ্টেম্বর।। ত্রিপুরার আকর্ষণীয় পর্যটন কেন্দ্র উত্তর ত্রিপুরা জেলার জম্পুই পাহাড় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক পথে। ৪৪ নং জাতীয় সড়কে ধসের কারণে কাঞ্চনপুর এর সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জম্পুই পাহাড়। ফলে ছোট-বড় যানবাহন সহ বহু মানুষ আটকে পড়েছে দুই ধারে। জম্পুই পাহাড়ে ভূমিধসের ঘটনা নতুন নয়। কিন্তু বিপত্তির সৃষ্টি হয় মঙ্গলবার ল্যাংস্ল্যাং ওয়াটার পয়েন্ট এর কাছে জাতীয় সড়কের উপর পাহাড় ভেঙ্গে ধস নামার কারণে।
রাস্তা সারাইয়ের কাজে ইতিমধ্যে হাত লাগানো হলেও কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে এখনই হলফ করে বলতে পারছেন না আধিকারিকরা। কারণ ৪৪ নং জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নতুন করে পাহাড়ের মাটি ভেঙ্গে পড়ছে অবিরাম। ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েকদিন লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই ভূমিধসের কারণ হিসাবে সম্প্রতি শুরু হওয়া জাতীয় সড়ক ডাবল লেনে রূপান্তরিত করার জন্য অবৈজ্ঞানিকভাবে পাহাড়ের মাটি কাটাকে দায়ী করেছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের মতে যে কোন সময়ে পুরোপুরি ধসে যেতে পারে গোটা জম্পুই পাহাড় যার খেসারত দিতে হবে এখানকার স্থানীয়দের। ইতিমধ্যে জম্পুই পাহাড়ের বহু বাড়ি ঘরে ও গ্রামের রাস্তায় বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে। কিন্তু এত কিছুর পরও হেলদোল নেই রাজ্য সরকারের। যার ফলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্য দিয়ে দিন গুজরান করতে বাধ্য হচ্ছেন তাদের পরিবারকে নিয়ে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন জম্পুই পাহাড়ের বাসিন্দারা।