স্টাফ রিপোর্টার, মোহনপুর, ১৩ সেপ্টেম্বর।। বুধবার মোহনপুর পঞ্চায়েত সমিতি হলে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ও মোহনপুর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেগা ক্রেডিট ক্যাম্পে ব্লকের ১০৩টি স্বসহায়ক দলকে ২ কোটি ১২ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে।
মেগা ক্রেডিট ক্যাম্পের উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন। আত্মনির্ভর ত্রিপুরা গঠনে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এই লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চাইছেন আত্মনির্ভর ভারত গড়তে। বর্তমান সরকার স্বসহায়ক দলের কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা করা হয়েছে। স্বসহায়ক দলগুলিকে সরকার বিভিন্ন ভাবে সহায়তা দিচ্ছে। যাতে স্বসহায়ক দলগুলির সাথে যুক্ত সদস্যরা স্বনির্ভর হয়ে উঠতে পারেন।
কৃষিমন্ত্রী আরও বলেন, গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। এজন্য স্বসহায়ক দলের মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষকে স্বনির্ভর করে তোলা হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রিণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব প্রমুখ।