স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার সারা দেশে আয়ুষ্মান ভবঃ অভিযানের ভার্চুয়ালি উদ্বোধন করেন। দেশব্যাপী আয়ুষ্মান ভবঃ অভিযানের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সচিবালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যব্যাপী এই অভিযানের সূচনা করেন।
অভিযানের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন হল সুস্থ ভারত গড়ে তোলা। তাই সমাজের অস্তিম ব্যক্তির নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছেন। গ্রাম এবং শহর অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্দেশ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আয়ুষ্মান ভবঃ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্য সরকারও আয়ুষ্মান ভবঃ কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষকাল কর্মসূচির আয়োজন করবে।
ভার্চুয়ালি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের অস্তিম ব্যক্তির কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে। জেলা ও মহকুমা থেকে জিবি হাসপাতাল এবং আই জি এম হাসপাতালে রেফারেল রোগীর চাপ কমানোর উদ্দেশ্যে সংশ্লিষ্ট হাসপাতালগুলিকে শক্তিশালী করা হচ্ছে। রাজ্যের মৌলিক স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য ১০০টি নতুন উপস্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরজন্য ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটেও প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের সমস্যা সমাধানেও রাজ্য সরকার আন্তরিক। রাজ্যে বর্তমানে মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ সহ সরকারি-বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেগুলিকে ভিত্তি করেই রাজ্যে মেডিক্যাল হাব গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হওয়ার ফলেই বহিঃরাজ্যের উদ্যোগীরাও রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছেন।