আগরতলা, ১২ সেপ্টেম্বর।। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সাথে মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন।সচিবালয়ে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে আলোচনাকালে উভয়ের মধ্যে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যে শিল্পের উন্নয়নের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। মুখ্যমন্ত্রী শ্রী সাহা রাজ্যে শিল্প সম্ভাবনার বিভিন্ন দিক এবং রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রতিমন্ত্রী শ্রীমতি প্যাটেলকে পুষ্পস্তবক এবং স্মারক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও মুখ্যমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন।সাক্ষাৎকারকালে রাজ্যের বন দপ্তরের প্রধান মুখ্য বন সংরক্ষক কে এস শেঠি এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি উপস্থিত ছিলেন।এদিকে, এদিন সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।