স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ সেপ্টেম্বর : সোমবার এক অনুষ্ঠানে মধ্য দিয়ে ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম তথা টিআরটিসি ই-টিকেটিং ব্যবস্থা চালু করেছে। টিআরটিসি-র চেয়ারম্যান অভিজিৎ দেব ইটিকেটিং সিস্টেম চালু করেছেন। এর পাশাপাশি ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টিআরটিসি-র সমস্ত কাস্টমারদের ভ্রমণের জন্য এখন থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ওড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার ব্যবস্থাও চালু করেছে।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআরটিসির ভাইস চেয়ারম্যান সমর রায়, সংস্থার টিআরটিসির ডিরেক্টর অশোক পাল সহ অন্যান্যরা। এ বিষয়ে টিআরটিসি-র চেয়ারম্যান অভিজিৎ দেব বলেন, যাত্রী সাধারণের সুবিধার্থেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। পে টিএম অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাস পরিষেবা আগরতলা থেকে সাব্রুম এবং আগরতলা থেকে খোয়াই বিভিন্ন টিকিট কাউন্টারে এবং টি আর টি সি-র বাসগুলিতে পে টিএম কিউআর কোড সক্ষম সাউন্ড বক্স এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা তাদের ভাড়া মেটাতে পারবে।
তার ফলে টিকিট কাটতে গিয়ে খুচরো টাকা নিয়ে যে সমস্যা থাকে এখন থেকে তা অনেকটাই দূর হবে। তিনি আরও বলেন, ই-টিকেটিং ব্যবস্থার পাশাপাশি আজ ক্লিয়ার ট্রিপ প্রাইভেট লিমিটেড টি আর টি সি-র সমস্ত কাস্টমারদের ভ্রমণের জন্য এখন থেকে টিআরটিসি এর কাউন্টার থেকে জাতীয় এবং আন্তর্জাতিক ওড়ানের জন্য বিভিন্ন বিমান সংস্থার টিকিট কাটার ব্যবস্থাও চালু করেছে।