স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১২ সেপ্টেম্বর।। গত ৬ সেপ্টেম্বর বিশালগড় মুড়াবাড়ি এলাকায় প্রতিমা বিসর্জন করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় সৈকত দেবনাথ ও দিবাকর দেবনাথ নামে দুই নাবালকের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাদের বাড়িতে গিয়ে কথা বলেন শোকাহত পরিবারের সদস্যদের সাথে।মৃতদের আত্মার প্রতি শান্তি কামনা করে পরিবারের লোকজনদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।
তারপর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে জানান, গত ৬ সেপ্টেম্বর যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনার দুঃখ প্রকাশ করার মত কোন ভাষা নেই। এই মুহূর্তে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সরকার সামান্য আর্থিক সহযোগিতা করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকেরা।
গত বুধবার দুপুরে সিপাহীজলা জেলার বিশালগড় থানার অধীন মুড়াবাড়ি বালক বাবার আশ্রমে দুই নাবালকের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। মুড়াবাড়ি এলাকায় বালক বাবার আশ্রমের একটি পুকুরে প্রতিমা বিসর্জন করতে যায় প্রতিবেশী বাড়ির লোকজন। বড়দের সাথে ছোটরাও যায় বিসর্জন করতে। বিসর্জন করে সকালেই বাড়িতে চলে আসেন। সৈকত ও দিবাকরও অভিভাবকদের সাথে বাড়িতে চলে আসেন। তারপর হঠাৎ তাদের অভিভাবকরা দেখতে পাচ্ছেন না। শুরু হয় খোঁজ খবর। কেউ একজন পুকুরের দিকে গিয়ে দেখতে পায় ওই দুই নাবালকের জামাকাপড় পুকুরের পাড়ে। এদিক ওদিক তাকাতেই দেখা যায় পুকুরের জলে ভেসে রয়েছে দুই নাবালক। দুই নাবালককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই নাবালককেই মৃত বলে ঘোষণা করেন।