রাঁচি, ১২ সেপ্টেম্বর : মঙ্গলবার ঝাড়খন্ডের মেসরা ওপি এলাকার কেদাল পঞ্চায়েত এলাকায় কুঁয়ো থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ। ওই যুবকের নাম দীপক কুমার মাহাতো। তিনি কেদাল পঞ্চায়েতের বাসিন্দা। গত চারদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।ইনচার্জ সুমিত জানান, দুই দিন আগে পরিবারের লোকজন যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিল। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রিমসে পাঠিয়েছে।