পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জয় ভারতের, খেলা শ্রীলংকার সঙ্গে

কলম্বো, ১২ সেপ্টেম্বর : শেষ পর্যন্ত রিজার্ভ ডে তে বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। খেলা হল।গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত পাকিস্তানকে হারালো। এই জয়ে চাপ কিছুটা কমলো।কারণ এই ম্যাচ হারলে কিংবা পরিত্যক্ত হলে ভারতকে এশিয়া কাপের ফাইনালে যেতে হলে অনেক সমীকরণের মধ্যে পড়তে হতো। তবে চাপও বাড়ল ভারতীয় শিবিরে। কারন টানা দু-দিন খেলতে হবে ভারতকে। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। ভারত পাক দু-দিনের দ্বৈরথে ভারত জিতল ২২৮ রানের বিশাল ব্যবধানে। ওয়ান ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে এটিই ভারতের সবচেয়ে বড় জয়।

এত বড় একটা গ্যাপের পর একই ফোকাস ধরে রাখা সহজ নয়। ২৪ ওভার পর্যন্ত খেলা অপরাজিত দুই ব্যাটার বিরাট কোহলি এবং প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা লোকেশ রাহুল শুরুতে সতর্ক ব্যাটিং করেন। হাফ সেঞ্চুরি পেরোতেই দু-জন বিধ্বংসী মেজাজে। ওডিআই কেরিয়ারের ষষ্ঠ এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। রাহুলের পর এসেছে বিরাট কোহলির সেঞ্চুরি ।

কলম্ব তার পয়া মাঠ। কলম্বোয় এই নিয়ে টানা চারটি ওডিআই সেঞ্চুরি করলেন বিরাট । তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। সব মিলিয়ে এই ফরম্যাটে তার ৪৭টা সেঞ্চুরি হয়ে গেল। ওডিআই সেঞ্চুরির সংখ্যায় সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে যেতে তার দরকার আর তিনটি সেঞ্চুরি।শুভমন-রোহিতের হাফসেঞ্চুরি এবং বিরাট-রাহুলের সেঞ্চুরি। পাকিস্তানকে ৩৫৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। নজর ছিল বুমরার ফিটনেসে। দীর্ঘদিন পর আয়ার্ল্যান্ড সফরে ফিরেছেন বুমরা। টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং এবং ওডিআই ম্যাচের ফিটনেসে বিশাল ফারাক। সেটাই দেখার ছিল। অনবদ্য বোলিং করলেন। ফিটনেসও স্বস্তি দিল টিম ম্যানেজমেন্টকে। এই ম্যাচে বাড়তি প্রাপ্তি নিঃসন্দেহে কুলদীপ যাদবের বোলিং। বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন কুলদীপ। ডান হাতি রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালে জায়গায় তিনি দলে এসেছেন। এ নিয়ে হচ্ছে অনেক সমালোচনা। এই ম্যাচে মাত্র ২৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন কুলদীপ।কুলদীপের এই পারফরমেন্স বেশ কিছুটা স্বস্তি দিল টিম ম্যানেজমেন্টকে। ৩২ ওভারেই ১২৮ রানেই ইনিংস শেষ পাকিস্তান। একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেল ভারত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?