স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ সেপ্টেম্বর : ভেঙ্গে গেল ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক দল তিপ্রা মথা। দুই টুকরো হয়ে গেল ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই দল। তিপ্রা মথা দল থেকে আলাদা হয়ে গেলেন শ্রীদাম দেববর্মা, দীনেশ দেববর্মা সহ আরও অনেকে। সোমবার শ্রীদাম দেববর্মার নেতৃত্বে পুনরায় তিপ্রা ল্যান্ড স্টেট পার্টিকে উজ্জীবিত করার ঘোষণা দিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তারা।
রাজ্যের জনজাতিদের দাবি-দাওয়া আদায়ের জন্য আগামী দিনে এই তিপ্রাল্যান্ড স্টেট পার্টির ব্যানারে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।তিপ্রাল্যান্ড স্টেট পার্টির কনভেনার শ্রীদাম দেববর্মা বলেন, তিপ্রা মাথার সঙ্গে চুক্তির মাধ্যমে এই তিপ্রাল্যান্ড স্টেট পার্টি একত্রিত হ
য়ে রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্ত গত প্ল্যানারি সেশনের পর থেকে তিপ্রা মাথা দলের সুনির্দিষ্ট কোন আন্দোলন কর্মসূচি নেই। বলতে গেলে এই তিপ্রা মথা দল সুনির্দিষ্ট লক্ষ্য থেকে অনেকটা সরে গেছে।
তাই রাজ্যের জনজাতিদের সংবিধান স্বীকৃত অধিকার রক্ষায় ও বাঁচার লড়াইয়ের প্রশ্নে তিপ্রা মথার সঙ্গে করা চুক্তি থেকে সরে ফের তিপ্রাল্যান্ড স্টেট পার্টিকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রীদাম দেববর্মা। এই তিপ্রা মথা দল দিয়ে রাজ্যের জনজাতিদের কি উপকার হবে এই বিষয়টি তারা ইতিমধ্যে উপলব্ধি করে ফেলেছেন বলে দাবি করেন। তিপ্রা মাথা দলের যাত্রার শুরু থেকে তিনি নিজে এবং দীনেশ দেববর্মা সহ আরও অনেকে মহারাজা প্রদ্যুৎ কিশোরের সঙ্গে ছিলেন।
কিন্তু যে দাবী ও উদ্দেশ্য নিয়ে তিপ্রা মথা দল প্রথম থেকে লড়াই শুরু করেছিল তা আজকের দিনে হঠাৎ করে স্থিমিত হয়ে গেছে বলে অভিযোগ করেন তিপ্রাল্যান্ড স্টেট পার্টির কনভেনার শ্রীদাম দেববর্মা। তাই তারা তাদের পুরোনো দলকে চাঙ্গা করে আগামীতে সাংবিধানিক উপায়ে নিজেদের দাবী আদায়ের জন্য এই দলের ব্যানারে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন।