স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ৫ অক্টোবর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দিল্লী অভিযান কর্মসূচি। এই কর্মসূচি সফল করতে সারা দেশের সঙ্গে রাজ্যেও চলছে বিজেপি, আরএসএস হটাও মহিলা বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবার আগরতলায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বামপন্থী এই মহিলা সংগঠনের উদ্যোগে।
এদিন বটতলা এলাকায় হয় বিক্ষোভ বাম নারী সংগঠনের তরফে।উপস্থিত ছিলেন নারী সংগঠনের নেত্রী রমা দাস, মিতালী ভট্টাচার্য সহ অন্যরা। নারী নেত্রী রমা দাস অভিযোগ করেন কেন্দ্রের ও রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রলোভিত করেছে। দেশবাসী এখন বুঝতে পারছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার বিশ্বাসঘাতকতা করেছে। আর এই অভিজ্ঞতা থেকে বুঝা যায় লোকসভার নির্বাচনের পর রান্নার গ্যাসের সিলিন্ডারের মূল্য দেড় হাজার টাকা হবে। পাশাপাশি বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রির মূল্য। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এর উপর দিয়ে দেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।
তিনি আরো বলেন এই সরকারের কলা কৌশলে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছে। জিডিপি নেমে দাঁড়িয়েছে ৬ শতাংশে। ফলে বেকার, কৃষক, শ্রমিক সব অংশের মানুষ আজ আক্রান্ত। তিনি আরও বলেন এই কঠিন পরিস্থিতির মধ্যে সরকার যে প্রতিশ্রুতি গুলি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলি নিয়ে পর্যন্ত তালবাহানা করছে। তাই এই সরকারকে লোকসভা নির্বাচনে পরাজিত করার আহ্বান জানান রমা দাস