মর্জিমাফিক ভাড়া আদায় করছে গাড়ি চালকরা, গন্ডাছড়ায় পরিবহণ দপ্তর কার্যত ধৃতরাষ্ট্র

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১০ সেপ্টেম্বর।। গন্ডাছড়া থেকে বিভিন্ন সড়কপথে যাতায়াতকারী যানবাহনগুলি যাত্রীদের কাছ থেকে নিয়ম বহির্ভূত ভাবে অধিক ভাড়া আদায় করে চলেছে। এ বিষয়ে পরিবহন দপ্তর কিংবা প্রশাসন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না বলে গুরুতর অভিযোগ। সিন্ডিকেটকে জানানো হলে রক্তচক্ষু দেখতে হয় । অভিযোগ গন্ডাছড়া থেকে অমরপুর. গন্ডাছড়া থেকে আমবাসা. গন্ডাছড়া থেকে রইস্যাবাড়ির যাত্রীদের।

মাত্র ২৮ কিলোমিটার রাস্তার জন্য যাত্রীদের গাড়ি ভাড়া গুনতে হয় একশো টাকা। গন্ডাছড়া থেকে অমরপুর, গন্ডাছড়া থেকে রইস্যাবাড়ি, এবং গন্ডাছড়া থেকে আমবাসা একই ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। কালাঝারি পাহাড় হয়ে গন্ডাছড়া থেকে অমরপুরের দুরত্ব মাত্র ২৮ কিলোমিটার। গন্ডাছড়া থেকে অমরপুর যাতায়াত করতে হলে সংশ্লিষ্ট যাত্রীদের ছোট গাড়িতে একশো টাকা ভাড়া গুনতে হয়। একই অবস্থা গন্ডাছড়া থেকে রইস্যাবাড়ি যাতায়াতে। গন্ডাছড়া থেকে রইস্যাবাড়ি দূরত্ব ২৮ কিলোমিটার। এই সড়কে বাস সার্ভিস নেই বললেই চলে। ফলে ছোট গাড়ি একমাত্র ভরসা।

কিন্তু যাত্রী সাধারণকে ভাড়া গুনতে হয় একশো টাকা। গন্ডাছড়া থেকে আমবাসা দূরত্ব ৫৫ কিলোমিটার,তাও ভাড়া একশো টাকা। উল্লেখ করার বিষয় হলো, গন্ডাছড়া মহকুমায় পরিবহণ দপ্তরের কার্যত কোনো অস্তিত্ব নেই। যানবাহনের উপর কোনো ধরনের নিয়ন্ত্রণও লক্ষ্য করা যায়নি কোনো দিন। ফলে বেশিরভাগ ছোট বড় যানবাহনেরই প্রয়োজনীয় কাগজপত্র আপডেট নেই। ঠিক তেমনি গাড়ি ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রেও কোনো ধরনের নিয়মকানুনকে তোয়াক্কা না করেই নিজেদের ইচ্ছা মতো গাড়ি ভাড়া আদায় করছে যাত্রী সাধারণের কাছ থেকে।

গাড়ি ভাড়ার নামে এক ধরনের জুলুমই বলা চলে। যাত্রীদের তরফ থেকে প্রতিবাদ করতে গেলে সংশ্লিষ্ট চালকদের রক্তচক্ষুর মুখে পড়তে হয়। কিন্তু গাড়ি ভাড়ার নামে এধরনের জুলুম নিয়ে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও নীরব। কারো মুখেই কোন শব্দ নেই। অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রী সাধারণের তরফ থেকে দাবী উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?