স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ১০ সেপ্টেম্বর।। কৈলাসহরের কাজিরগাঁও এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করলেন এক শিক্ষিকা। মৃতার নাম রুস্মিতা কুন্ডু। বয়স ২৮ বছর। শিক্ষিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কাজিরগাঁও এলাকায়।জানা যায় কাজিরগাঁও এলাকার বাসিন্দা আশুতোষ কুন্ডুর মেয়ে রুস্মিতা কুন্ডু। তিনি রাঙ্গাচান বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। এক বছর পূর্বে তিনি চাকরি পান। প্রথমে তিনি ড্যামডুম স্কুলে ছিলেন। তারপর তিনি ট্রান্সফার হয়ে রাঙ্গাচান বিদ্যালয়ে আসেন।
পরিবার সূত্রে জানা যায় তিনি রাঙ্গাচান বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসার পর থেকেই মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন।শিক্ষিকা রুস্মিতা কুন্ডু নিজ বাড়ির রান্নাঘরে একটি কাপড়ের টুকরো দিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন। পরবর্তীকালে রুস্মিতা কুন্ডুর মা ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার চেচামেচি করলে প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর মহিলা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার এসআই প্রতিভা সিনহার নেতৃত্বে পুলিশ ও টিএসর বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে যান কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। শিক্ষিকার ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন আত্মহত্যা করেছেন ওই শিক্ষিকা এই ব্যাপারে পরিবারের লোকজন কিছুই বলতে পারছেন না।