স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য সম্মানে (মরণোত্তর) ভূষিত করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তন মন্ত্রী প্রয়াত নগেন্দ্র জমাতিয়াকে। তাঁর পক্ষে এই সম্মান গ্রহণ করেন পুত্র ডঃ কাহামানুক জমাতিয়া। মহারানী তুলসীবতী সম্মান প্রদান করা হয় বিশিষ্ট ব্যক্তিত্ব সহিষ্ণু জমাতিয়াকে। ড. শ্যামাপ্রসাদ মুখার্জী সম্মান দেওয়া হয় বিশিষ্ট সমাজসেবী ভীষ্ম গুপ্তকে।
শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে রাজ্যে শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই বছর বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও শ্রেষ্ঠত্বের নিরীখে বিভিন্ন বিদ্যালয়কে পুরস্কৃত করা হয়। এ বছর (২০২৩) পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মাননা দেওয়া হয়েছে বিশিষ্ট চিকিৎসক ডা. কনক নারায়ণ ভট্টাচার্য্য এবং চিকিৎসার সাথে যুক্ত অন্যান্য সহকর্মীদের।
তাছাড়াও অনুষ্ঠানে ২৪ জন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা-২০২৩ প্রদান করা হয়। এরা হলেন আগরতলার মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আশীষ মিত্র, টি আই টি’র অধ্যাপিকা ড. ঝুনু দেববর্মা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জহরলাল সরকার, প্রধান শিক্ষক উত্তম দেববর্মা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকমল কান্তি দাস, স্নাতকোত্তর শিক্ষিকা সহেলী দত্ত রায় ঘোষ, স্নাতকোত্তর শিক্ষক গোপাল দাস, স্নাতকোত্তর শিক্ষক সুকুমার সেন, স্নাতকোত্তর শিক্ষক অজয় ত্রিপুরা, স্নাতকোত্তর শিক্ষিকা সীমা ভট্টাচার্য, প্রধান শিক্ষক (প্রাথমিক বিভাগ) রঞ্জিত চন্দ্র দাস, প্রধান শিক্ষক (প্রাথমিক বিভাগ) দুলাল চক্রবর্তী, সহকারি শিক্ষিকা সীমা ভট্টাচার্য, স্নাতক শিক্ষিকা মাধুরী দেবনাথ, স্নাতক শিক্ষক দীপন রায়, স্নাতক শিক্ষক অমল বিশ্বাস, স্নাতক শিক্ষক শুকদেব গোস্বামী, স্নাতক শিক্ষিকা অপর্ণা সেন, প্রাথমিক শিক্ষক তাপস আচার্য, প্রাথমিক শিক্ষিকা সুমিতা রায়, প্রাথমিক শিক্ষক ক্ষিতীশ চন্দ্র ঘোষ, প্রাথমিক শিক্ষক অপূর্ব বসাক, ককবরক শিক্ষক কৃষ্ণরাম রিয়াৎ, সিনিয়র শারীর শিক্ষিকা সীমা সাহা।
তাছাড়াও বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব নিরীখে বর্ষসেরা ৯টি বিদ্যালয়কে এবং ২টি মহাবিদ্যালয়কে শ্রেষ্ঠত্বের সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অতিথিগণ পুরস্কারপ্রাপকদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।