স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৫ সেপ্টেম্বর।। উপনির্বাচনে সন্ত্রাসের ট্রেডিশন বহাল থাকল ধনপুর কেন্দ্রে। মঙ্গলবার বিকালের দিকে ধনপুর বিধানসভা কেন্দ্রের তৈবান্দাল এলাকায় সিপিএম ক্যাডর বাহিনীর দ্বারা আক্রামণের শিকার হলেন বিজেপির কর্মী সমর্থকরা। প্রায় দশ জন রক্তাক্ত হয়েছেন। আহতদের মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান চারজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে অবস্থা গুরুতর হওয়ায়। দ্বিতীয় দফায় আরও কয়েকজনকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে।
ধুনপুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। বেলা যত বাড়তে থাকে ততই উত্তেজনার পারাদ চড়তে থাকে। কয়েকটি জায়গায় ভোটারদের ভোট দিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। তবে এনিয়ে তেমন কোন বিরোধ কিংবা বিবাদ দেখা যায়নি। কিন্তু, দুপুরের পর এই বিধানসভা কেন্দ্রের তৈবান্দাল এলাকায় বিজেপির কিছু কর্মীদের উপর আক্রমণ চালায় সিপিএমের ক্যাডার বাহিনী। মাথা ফাটিয়ে দেয়া হয় অনেকের। মুহুর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুড়িয়ে ফেলা হয় বাইক। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি পুলিশ ও টিএসআর সেখানে ছুটে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় মেলাঘর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎকরা প্রাথমিক চিকিৎসার পর চারজনকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করে দিয়েছে। আরও কয়েকজনকে রেফার করার প্রস্তুতি চলছে।
এদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। পুলিশের পদস্থ আধিকারীকরা পরিস্থিতির দিকে নজর রাখছেন। এলাকাজুড়ে টহলদারী চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। প্রসঙ্গত, বামদুর্গ বলে পরিচিত ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বারবার জয়ী হয়ে বিধানসভায় গিয়েছেন। সেই ধনপুর কেন্দ্র থেকে গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী প্রতীমা ভৌমিক জয়ী হয়েছিল। তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব থাকাকালীন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে তিনি পদত্যাগ করেন বিধায়ক পদে। তারপই এই কেন্দ্রে উপনির্বাচন করা হচ্ছে।