বিলোনিয়ার কলাবাড়িয়া ঘাটিপাড়া এলাকায় স্থানীয়দের অবরোধ রাস্তা সংস্কারের দাবীতে

স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৪ সেপ্টেম্বর।। জনগণ স্থানীয় নেতৃত্বদের উপর তিতিবিরক্ত হয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবীতে প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখলেন। পরবর্তী সময় প্রশাসন এবং পঞ্চায়েতের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় জনগণ। ঘটনা বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘাটিপাড়া এলাকায়।

ওই এলাকাতে প্রায় শতাধিক পরিবারের বসবাস। এলাকায় একটি ইটভাট্টা এবং একটি বালুরঘাট রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ইটভাট্টার ইট এবং বালুর ঘাটে বালু বোঝাই লরি চলাচল করে। ফলশ্রুতিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী বহুবার এই বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে। বেশ কয়েকবার ইটভাট্টা কর্তৃপক্ষের সাথে সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসেছে এলাকার জনগণ। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

তাই বাধ্য হয়ে সোমবার এলাকার নেতৃত্বদের উপর বিশ্বাস হারিয়ে বাধ্য হলেন পথ অবরোধে বসতে। এই বিষয়ে পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শরবিন্দু মজুমদার ইটভাট্টা এবং বালুর ঘাটের ওপর দোষ চাপিয়ে দায়সারা ভাবে জানায় বহুবার রাস্তাটি মেরামত করে দেওয়া হলেও ইটভাট্টা এবং বালুরঘাটে লরি যাতায়াতের কারণে রাস্তাটি বার বার নষ্ট হচ্ছে।

তারপরও জনগণের কথা মাথায় রেখে পঞ্চায়েত রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রধানের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নেন এলাকাবাসীরা। কিন্তু এই ক্ষেত্রে তিনি ইটভাট্টা কর্তৃপক্ষ এবং বালুরঘাট ব্যবসায়ীদের সহযোগিতা চাইছেন। যাতে তারা রাস্তাটিকে সংস্কার করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?