স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ৪ সেপ্টেম্বর।। অ্যাডাল্ট টিচারদের সমস্যা নিরসনে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিলেন বাম বিধায়ক দীপঙ্কর সেন। সোমবারবিলোনিয়া মহাকুমার অন্তর্গত সমাজ শিক্ষা দপ্তরের অ্যাডাল্ট টিচারদের সমস্যা নিয়ে বিলোনিয়ার মহকুমা শাসক রতন ভৌমিকের সাথে ডেপুটেশনে মিলিত হন বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক দীপঙ্কর সেন।
ট্রেজারী সমস্যা নিয়ে গত তিন মাস ধরে অ্যাডাল্ট টিচাররা বেতন ভাতা পাচ্ছেন না। এর মধ্যে ঋষ্যামূখ বিধানসভার ১১ জন , রাজনগর বিধানসভার ৬ জন এবং ভারত চন্দ্র নগর ব্লক ও বিলোনিয়া পুর এলাকার মিলে ৩১ জন অ্যাডাল্ট টিচার। তাঁরা সমাজ শিক্ষা দপ্তরের অধীনে কাজ করেন। তারা বেতন পান মাত্র ৬৪২০ টাকা। তাও তিন মাস ধরে তাদের মিলছে না বেতন।
এই সমস্যা নিরসনে সোমবার বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের বাম বিধায়ক দীপঙ্কর সেন দপ্তরের অফিসার ও জেলা শাসককে বিষয়টি নিয়ে কথা বলবেন। পরে বিলোনিয়া মহকুমা শাসকের সাথে মিলিত হয়ে ডেপুটেশন প্রদান করেন বিধায়ক দীপঙ্কর সেন। মহকুমা শাসক বিষয়টি দেখবেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে জানান বিধায়ক দীপংকর সেনকে।