স্টাফ রিপোর্টার, কমলপুর, ৪ সেপ্টেম্বর।। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের আগের দিন এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হল ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপি। ওই শিক্ষকের চরিত্র নিয়ে প্রশ্ন তুলল এবিভিপি। শুধু তাই নয় ওই শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবী জনানো হয়েছে। ঘটনা কমলপুর ইংরেজি মাধ্যম স্কুলে।
এবিভিপির তরফ থেকে স্কুলের প্রধান শিক্ষকের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে যে ওই শিক্ষক নাকি ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করেন। ছাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় হাত চালান। অশোভন ভাষায় কথা বলেন। এইসব অভিযোগ নিয়ে সোমবার এবিভিপির কিছু কর্মী ও সমর্থক কমলপুর ইংরেজি মাধ্যম স্কুলে যায়। সেখানে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভ শ্লোগান দিতে থাকে। শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের দাবীতে।
বিক্ষোভে স্কুল চত্বর রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্কুলের প্রধন শিক্ষক বিষয়টি সাথে সাথে দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকের গোচরে নেন। সেইসাথে তিনি মহকুমাশাসককেও জানান। মহকুমাশাসক এর প্রতিনিধি হিসেবে একজন ডিসিএম স্কুলে পৌঁছেন এবং বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক ও প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, ওই শিক্ষকের বিরুদ্ধে কোন অভিভাবক কিংবা পড়ুয়া কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। শুধু একটি ছাত্র সংগঠনের অভিযোগের ভিত্তিতে কিভাবে ব্যাবস্থা নেয়া সম্ভব। স্কুলে সিসি ক্যামেরা রয়েছে তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য। তারপর প্রয়োজন মতো ব্যাবস্থা নেওয়া হবে।