স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২ সেপ্টেম্বর।। সেকেরকোটে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা না পরিকল্পিত হত্যা এনিয়ে জনমনে প্রশ্ন। সেকেরকোট দীনদয়াল চৌমুহনি এলাকার শংকর দেবনাথ শুক্রবার বিকেলে ফুলতলী বাজারে উনার নিজের দোকানে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু শনিবার সকালে ফুলতলী গ্রাম পঞ্চায়েতের পেছনে শংকর দেবনাথ এর মৃতদেহ দেখতে পায় ফুলতলী বাজারের আশেপাশের লোকজন।
স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে খবর দেয় আমতলী থানায় এবং মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমতলী থানার পুলিশ ও মৃত ব্যক্তির পরিবারের লোকজন। তবে মৃতদেহের পাশে একটি কীটনাশক ঔষধের বোতল পাওয়া গেছে। মৃত শংকর দেবনাথ এর পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা গেছে তাদের পারিবারিক কোনো সমস্যা ছিল না।
কিন্তু কিভাবে এই ঘটনার সংঘটিত হলো তা উনার পরিবারের লোকজন সহ স্থানীয়রা কেউ বুঝে উঠতে পারছে না। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে ফরেনসিক টিমকে। মৃতদেহের ময়না তদন্তের পর আসল রহস্য উদঘাটন হবে বলে মনে করছেন পুলিশ সহ মৃত ব্যক্তির পরিবারের লোকজন এবং স্থানীয়রা।