পিএসএলভি-সি ৫৭-র পিঠে চেপে সূর্যের উদ্দেশ্যে রওনা হয়েছে আদিত্য এল-১ স্যাটেলাইট

অনলাইন ডেস্ক, ২ সেপ্টেম্বর।। যাবতীয় প্রতীক্ষার অবসান, এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। এই প্রথম সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিল ভারত। অন্ধ্রপ্রদেশের সতীশ ধবন স্পেস রিসার্চ সেন্টারের লঞ্চিং প্যাড থেকে শনিবার বেলা ১১.৫০ মিনিট নাগাদ সূর্যযান আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

পিএসএলভি-সি ৫৭-র পিঠে চেপে সূর্যের উদ্দেশ্যে রওনা হয়েছে আদিত্য এল-১ স্যাটেলাইট। এটি ভারতের প্রথম সূর্য অভিযান। সূর্যের অভিমুখে গিয়ে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে নক্ষত্রটিকে পর্যবেক্ষণ করবে আদিত্য-এল ১। সূর্য সম্পর্কে অজানা অনেক তথ্য এর মাধ্যমে ইসরোর হাতে আসবে বলে মনে করা হচ্ছে। পৃথিবী থেকে সাড়ে ১০ লক্ষ কিলোমিটার দূরে পাঠানো হবে আদিত্য এল ১-কে।

এই অংশকে বলা হয় ল্যাগরেঞ্জ পয়েন্ট। এখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বিকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চলে পৌঁছে কৃত্রিম উপগ্রহ স্থির থাকতে পারে। মহাকাশের পরিবেশ, আবহাওয়া, তার উপর সূর্যের কী প্রভাব পড়ে, সে সব জানার চেষ্টা করবে আদিত্য-এল ১।

সূর্যের চারপাশ ও সৌর ঝড় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এই অবজারভেটারি। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে হ্যালো অরবিটে স্থাপন করা হবে এই উপগ্রহটিকে। সেখানে পৌঁছতে সময় লাগবে চার মাসের মতো। এল-১ পয়েন্টের কাছে হ্যালো অরবিটের সুবিধা হল, গ্রহণের মত মহাজাগতিক ঘটনার কোনও বাধা ছাড়াই এই উপগ্রহটি সৌর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। শ্রীহরিকোটার দর্শক গ্যালারি থেকে সাধারণ মানুষ এই উৎক্ষেপণের সাক্ষী হন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?