স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৯ আগস্ট।। বিশালগড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন অভিযক্তের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম বাবুল দাস। বাড়ি আগরতলা শহরের অরুন্ধতীনগরে। মৃতদেহ জিবি হাসপাতালে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
১৪ জুলাই অরুন্ধতীনগর এলাকার বাসিন্দা বাবুল দাসের স্ত্রীর মৃত্যু হয় অগ্নিদগ্ধ হয়ে। এই ঘটনার পর মৃতার বাপের বাড়ি থেকে বাবুল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মোতাবেক পুলিশ বাবুল দাসকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে বাবুল দাসকে বিশালগড় কেন্দ্রিয় সংশোধনাগারে রাখা হয়।
বাবুল দাসের নিকটাত্মীয়ের কাছে মঙ্গলবার দুপুরে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ফোন করে জানানো হয় বাবুল দাস অসুস্থ, তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে জাওয়া হচ্ছে। সেই মোতাবেক পরিবারের লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যায়। তারা বিশালগড় মহকুমা হাসপাতালে গিয়ে দেখতে পায় বাবুল দাসের মৃতদেহ পড়ে রয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নাকে, মুখে ও কানে রক্তের দাগ রয়েছে। প্রশ্ন হল কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংশোধনাগারে কি করে মৃত্যু হয়েছে বাবুল দাসের।
এদিকে, সংশোধনাগারের কর্মীরা জানিয়েছে সিঁড়ি দিয়ে নামার সময় বাবুল দাস পড়ে গিয়েছে। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বাবুল দাসের। মৃতদেহের ময়না তদন্ত হবে জিবি হাসপাতালে। এরপরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।