মহিলারা স্বাবলম্বী ও আত্মনির্ভর হলে অপরাধ অনেকটাই কমে যাবে, অভিমত সমাজকল্যাণমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। মহিলারা স্বাবলম্বী ও আত্মনির্ভর হলে অপরাধ অনেকটাই কমে যাবে। এলক্ষ্যে গত ৫ বছরে বিভিন্ন স্বসহায়ক দলকে ৬০০ কোটি টাকার উপর ঋণ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাভবনের ১নং হলে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে এবং জাতীয় মহিলা কমিশনের সহযোগিতায় আয়োজিত একদিনের রাজ্যভিত্তিক আলোচনাচক্রের উদ্বোধন করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায় একথা বলেন। আলোচনাচক্রের বিষয় ছিল মহিলা থানার কাজ, দক্ষতা ও কার্যপ্রণালী।

মন্ত্রী টিংকু রায় আরও বলেন, মহিলাদের উপর সংঘটিত অপরাধ হ্রাস করার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মহিলা থানার সংখ্যা বাড়ালেই অপরাধ কমবে না। এজন্য চাই জনসচেতনতা। জনসচেতনতা তৈরিতে পুলিশ ও ত্রিপুরা মহিলা কমিশনের মধ্যে সমন্বয় থাকতে হবে।
তিনি জানান, রাজ্যের মহিলাদের আর্থসামাজিক মান উন্নয়নে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর নানা পদক্ষেপ গ্রহণ করেছে। মহিলাদের গার্হস্থ্য হিংসা প্রতিরোধে ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে। বর্তমান সরকার রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর অগ্রাধিকার দিয়েছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী। তিনি বলেন, রাজ্যে মহিলাদের উপর সংঘটিত অপরাধ হ্রাস করতে মহিলা থানা ও ত্রিপুরা মহিলা কমিশনকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে আইজিপি গোপাল কৃষ্ণ রাও এ ধরনের আলোচনাচক্রের আয়োজন করায় ত্রিপুরা মহিলা কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমানে রাজ্যে ৯টি মহিলা থানা ছাড়াও ৮১টি পুলিশ স্টেশনে উইমেন হেল্প ডেস্ক রয়েছে। পুলিশের প্রয়াস কর্মসূচি অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের সদস্য সচিব তথা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা ড. চন্দ্রানী বিশ্বাস। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অস্মিতা বণিক, সদস্যাগণ, অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেব সহ টিএসআর, ক্রাইম ব্রাঞ্চ, স্পেশাল ব্রাঞ্চ, পুলিশ হেডকোয়ার্টারের জওয়ানরা। দ্বিতীয় পর্যায়ে আয়োজিত হয় টেকনিক্যাল সেশন। টেকনিক্যাল সেশনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ড. অঞ্জনা ভট্টাচার্য, ত্রিপুরা ফরেনসিক ল্যাবরেটোরির ডাক্তার এইচ পতিহারি, অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেব এবং ত্রিপুরা সরকারি আইন কলেজের সহকারি অধ্যাপক স্বপন দেববর্মা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?