স্টাফ রিপোর্টার, বিলোনিয়া, ২৯ আগস্ট।। গণধোলাইয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি আশ্রিত দুষ্কৃতী। আক্রমনকারী রাজনৈতিক রং চড়িয়ে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করলেও সত্যটা জানিয়ে তাতে জল ঢেলে দিল দক্ষিণ সোনাইছড়ির প্রধান ও উপপ্রধান। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। আক্রান্ত যুবকের নাম মিঠুন মজুমদার।
মিঠুন নিজেকে মোদী ভক্ত বলে দাবি করেন। নিজেকে বিজেপি কার্যকর্তা হিসেবে জাহির করতে গিয়ে বিরোধীদল থেকে শাসক দল কেউ রক্ষা পায়নি ওর হাত থেকে। এলাকাতে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে এমনই গুঞ্জন রয়েছে মিঠুনের বিরুদ্ধে। এমনকি এই মিঠুনের সন্ত্রাসের হাত থেকে মা এনং বাবাও রক্ষা পায়নি এমন অভিযোগ রয়েছে। নেশায় বুদ হয়ে যখন তখন যাকে তাকে গালিগালাজ ও মারধরের অভিযোগ রয়েছে মিঠুনের বিরুদ্ধে।
নেশায় বুদ হয়ে মিঠুন এলাকারই সুমন দত্তের বাড়িতে গিয়ে উঠে আক্রমন করতে। সেখানে গিয়ে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ। গালিগালাজ শুনতেই সুমন দত্তের পরিবারেরর লোকজন ঘর থেকে বেরিয়ে আসে। শুরু হয় বাক বিতন্ডা। সাথে সাথে সুমন প্রাক্তন বুথ সভাপতি ও প্রধান, উপপ্রধানকে খবর দেয়। খবর পেয়ে উপপ্রধান ও প্রাক্তন বুথ সভাপতি আসেন।
মিঠুনকে বুঝিয়ে সুজিয়ে সুমনের বাড়ি থেকে আনার চেষ্টা করে। কিন্তু নাছোরবান্দা মিঠুন দলে পাল্লা ভারী হয়েছে ভেবে সুমনের মায়ের উপর আক্রমণ করে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সুমনের পরিবারের সদস্যরা। সাথে সাথে চলে মারধর। এলাকাবাসীর মারে রক্তাক্ত হয়ে মিঠুন একেবারে হাসপাতালে। বৃদ্ধ মহিলার উপর শারিরীক নির্যাতনের অভিযোগে বিলোনিয়া মহিলা থানাতে মামলাও হয় মিঠুনের বিরুদ্ধে।