স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ আগস্ট।। নেশা বিরোধী অভিযানে এবার সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ৮৭ কেজি শুকনো গাঁজা সহ একজনকে গ্রেফতার করলপুলিশ। ধৃতের নাম প্রীতম বিশ্বাস। তার বাড়ি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন ভাগলপুর এলাকায়।
এয়ারপোর্ট থানার পুলিশের কাছে খবর আসে প্রীতম বিশ্বাসের বাড়িতে অবৈধভাবে প্রচুর গাঁজা মজুত রয়েছে। খবর পেয়ে এয়ারপোর্ট থানার অন্যান্য কর্মীসহ মহিলা পুলিশ কর্মীদের নিয়ে প্রীতম বিশ্বাসের বাড়িতে পৌঁছে বাড়ির চারিদিক ঘেরাও করে তল্লাশি চালায় ওসি। তল্লাশীকালে পুলিশ এই বাড়ি থেকে ৮৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতার করা হয় প্রীতম বিশ্বাসকে। উদ্ধারকৃত গাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে জানিয়েছেন এনসিসির এসডিপিও পারমিতা পান্ডে।
আটক প্রীতম বিশ্বাস এর বিরুদ্ধে এন ডি পি এস ধারায় সুনির্দিষ্ট মামলা নিয়ে পুলিশ রিমান্ডের আবেদন সহ মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে। পুলিশ রিমান্ডে ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধারকৃত গাঁজার রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা প্রীতম বিশ্বাসের বাড়িটি যেহেতু আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়ার ৫০০ মিটারের মধ্যে অবস্থিত, সম্ভবত সীমান্তের ওপারে পাচারের জন্যই গাঁজাগুলি সেখানে মজুতরাখা হয়েছিল।
তবে কোথা থেকে কিভাবে প্রীতম বিশ্বাসের বাড়িতে বিশাল পরিমাণ এই গাঁজা আনা হয়েছে এবং এই বেআইনি গাঁজা মজুত এবং সীমান্ত পারাপারে আর কে কে জড়িত রয়েছে এই রহস্য উন্মোচনের জন্যই তাকে পুলিশ রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন দাখিল করা হয়েছে আদালতে, জানিয়েছেন এস ডি পি ও।